Sylhet Today 24 PRINT

সিলেটে দৈনিক সংক্রমণ ফের ৫শ’ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

রোববার (২৩ জানুয়ারি) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫২৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৯৯৮ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৬৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ১৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ৫০ হাজার ৪৭৩ জন।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে সে বছরের ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই মাসের ১৫ তারিখ সিলেট করোনায় প্রথম মৃত্যু দেখে।

এদিকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু দেখে সিলেট। ২০২১ সালের ১৯ আগস্ট ও ১১ আগস্ট এই মৃত্যু দেখে সিলেটবাসী। এছাড়া একই বছরের ১ আগস্ট একদিনে ৯৯৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। যা এখন পর্যন্ত বিভাগটিতে দৈনিক সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.