Sylhet Today 24 PRINT

এক দিনে ৩৪ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ১০,৩২৪

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২২

করোনার চলমান ধরনের অমিক্রনের প্রভাবে একদিকে ৩৪ লক্ষাধিক সংক্রমণ দেখেছে বিশ্ব। মারা গেছেন দশ হাজারেরও বেশি মানুষ। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৩২৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৮৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জনের এবং মারা গেছেন ৯ লাখ ৫ হাজার ৬৬১ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.