Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে ওমিক্রন রোগীদের দুই তৃতীয়াংশ আগেও আক্রান্ত হয়েছিলেন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি সংক্রামক ওমিক্রন ধরনে সংক্রমিতদের দুই-তৃতীয়াংশের আগেও করোনা হয়েছিল।

ইংল্যান্ডের করোনাভাইরাস বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিঅ্যাক্ট-এর গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

যুক্তরাজ্যের ২০ লাখের বেশি মানুষকে নিয়ে এই গবেষণা চালানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, বেশির ভাগ পুনঃসংক্রমণ ঘটেছে স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এমন পরিবার যেখানে শিশু রয়েছে বা একই ছাদের নিচে অনেক লোক বসবাস করেন সেখানেও ব্যাপক পুনঃসংক্রমণ ঘটেছে।

রিঅ্যাক্ট-এর গবেষণা অনুসারে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমিত হয়েছেন এমন অনেকই আবারও আক্রান্ত হচ্ছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর আগেও পুনরায় সংক্রমণের বিষয়ে সতর্ক করেছিলেন। তাদের মতে, আপনি করোনার কোন রূপে আক্রান্ত হচ্ছেন তার থেকেও বেশি উদ্বেগের আপনি পুনঃসংক্রমিত হচ্ছেন কি-না।

আপনি যদি সম্প্রতি ওমিক্রন সংক্রমণ থেকে সেরে ওঠেন, তবুও মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক। কারণ এই ধরনের ক্ষেত্রে পুনরায় সংক্রমণ হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি।

এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) পরিচালিত একটি গবেষণায় দাবি করা হয়, ওমিক্রনে সংক্রমিতদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা শুধুমাত্র ওমিক্রনকেই নয়, সবচেয়ে প্রচলিত ডেল্টাসহ অন্য ধরনগুলোর বিরুদ্ধেও লড়াই করতে পারে।

অবশ্য ব্রিটেনে ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক পল হান্টার বলছেন, ‘আপনার প্রতিরোধ ক্ষমতা আছে কি-না সেটা মূল প্রশ্ন নয়, আসল বিষয়টা হলো কতদিন এই প্রতিরোধ ক্ষমতা কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষমতা জীবনভর থাকবে না সেটা নিশ্চিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.