Sylhet Today 24 PRINT

করোনায় সাড়ে চার মাসে সর্বোচ্চ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২২

করোনা সংক্রমণের গতি কমলেও হঠাৎ বেড়েছে মৃত্যু। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ২২ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। সেদিন ৩৬ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির অন্যান্য তথ্য অনুযায়ী গত ৭ জানুয়ারি থেকে ক্রমেই বেড়ে চলা সংক্রমণ হার ও রোগীর পরিমাণ এখন কিছুটা নিম্নমুখী।

আগের চার দিন ১৫ হাজারের বেশি রোগী পাওয়া গেলেও এদিন রোগী কমে হয়েছে ১২ হাজার ১৮৩ জন।

এ নিয়ে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাওয়া গেছে ২৮ দশমিক ৩৩ শতাংশ, যা গত এক সপ্তাহের সর্বনিম্ন।

গত ৪ অক্টোবর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর ৭ জানুয়ারি সংক্রমণের হার প্রথমবারের মতো ৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ার পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দেয়।

এরপর সংক্রমণের হার প্রায় প্রতিদিন ছাড়িয়ে একপর্যায়ে গত ২৮ জানুয়ারি হয়ে যায় রেকর্ড। সেদিন পরীক্ষার বিপরীতে সংক্রমণ পাওয়া যায় ৩৩ দশমিক ৩৭ শতাংশ। তবে রেকর্ড করার পরদিন থেকেই সংক্রমণের হার কমতে থাকে।

করোনার তৃতীয় ঢেউয়ে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে মৃত্যু অবশ্য এতদিন ছিল কমই। তৃতীয় ঢেউয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায় শনিবার। পরদিন এর দ্বিগুণেরও বেশি মৃত্যু পাওয়া গেল।

এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হলো ২৮ হাজার ৩৩৬ জনের।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের, ২২ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজনের, রাজশাহী বিভাগে চারজনের, ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেটে একজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। এদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬০ থেকে ৭০-এর ঘরে। ৯০ ঊর্ধ্ব ছিলেন দুজন, ৮০ থেকে ৯০ বছর বয়সী এবং ৭০ থেকে ৮০ বছর বয়সী ছিলেন পাঁচজন করে, ৫০ থেকে ৬০ ও ৪০ থেকে ৫০ বছর বয়সী ছিলেন চারজন করে। বাকি দুজন শিশু, যাদের বয়স ১১ থেকে ১৮-এর মধ্যে।

তৃতীয় ঢেউয়ে দেশে বেশি ছড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। পাশাপাশি দ্বিতীয় ঢেউয়ের সময় ছড়ানো ডেল্টাও রয়েছে।

ওমিক্রনে মৃত্যু কম হলেও ডেল্টার কথা ভেবে দেশবাসীকে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে বিধিনিষেধ চলাকালেও মাস্ক পরা, জটলা না করা, বাসে গাদাগাদি করে যাত্রী তা তোলার নির্দেশগুলোর বাস্তবায়ন হচ্ছে না সেভাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.