Sylhet Today 24 PRINT

ভারতে সংক্রমণ কমে ৯ দশমিক ২৬ শতাংশে নামল

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৭৩৩ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ১০ শতাংশের নিচে নেমে হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৯৭৫ জন এবং  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ১০৯ জন এবং সুস্থতার ৯৪ দশমিক ৯১ শতাংশ।

ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ১৬৭ কোটি ২৯ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।

ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ গতকাল জানিয়েছিলেন, দেশটির প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন।

এর আগে, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন- দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.