Sylhet Today 24 PRINT

করোনায় সর্বোচ্চ ৪৩ মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

করোনায় এবার ৪৩ জনের মৃত্যু দেখল দেশ। যা করোনার তৃতীয় ঢেউ শুরুর পর সর্বোচ্চ মৃত্যু। এর আগে এত মৃত্যু হয়েছে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে।

গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর করোনায় ৪৩ জনের মৃত্যুর সংবাদ দিয়েছিল। গতকাল সোমবার দেশে ভাইরাসটিতে ৩৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের।

এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬৭০ জনে।

দেশে গত বছর ১১ ডিসেম্বর ওমিক্রন শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টর মাধ্যমে গত মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ নিশ্চিত হয়। সে সময় হু হু করে বাড়তে থাকে শনাক্তের হার। অবশ্য গত কয়েক দিনে শনাক্ত কমে নেমেছে ১০ হাজারের নিচে।

গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জন। এই নিয়ে দেশে এ পর্যান্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন।

গত কিছু দিন ধরে মৃত্যুও বেড়েছে। এমনকি এক সপ্তাহ পর গতকাল রোববার মৃত্যু ৩০-এর নিচে নামে। এর পরের দিন সোমবার ৩৮ জনের মৃত্যু হয়। গত একদিনে তা বেড়ে ৪৩ জনে পৌঁছে গেছে।

করোনা তৃতীয় ঢেউয়ে শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়লেও মৃত্যু অনেকটা কম ছিল। গত বছর ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর দৈনিক মৃত্যু ছাড়িয়ে যায় ২৬৪ জনে। তবে এবার শনাক্তের হার সর্বোচ্চ হলেও মৃত্যু অনেক কম।

গত ২৪ ঘণ্টায় ৮৭১ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ। এ নিয়ে টানা ৩২ মাস শনাক্তের হার ৫ শনাক্তের ওপর। আর গতকালের চেয়ে কিছুটা বেশি।

গত ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়া নিশ্চিত হয়ে যাওয়ার পর সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। একপর্যায়ে গত ২৮ জানুয়ারি পরীক্ষা করা নমুনার ৩৩ দশমিক ৩৭ শতাংশের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়। ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণের পর এত বেশি হারে সংক্রমণ ধরা পড়েনি কখনও।

গত এক দিনে মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৬ ও নারী ১৭ জন। এর মধ্যে এক শিশু রয়েছে। এ ছাড়া বিশোর্ধ্ব ৩, চল্লিশোর্ধ্ব ৪, পঞ্চাশোর্ধ্ব ৮, ষাটোর্ধ্ব ১০, সত্তরোর্ধ্ব ১১ ও অশীতিপর ৬ জন।

বিভাগ অনুযায়ী সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে। এরপরই খুলনা বিভাগে ১৩ করে মৃত্যু হয়। এর পর চট্টগ্রামে ১১,রাজশাহী ২, ময়মনসিংহে ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের ৬০ শতাংশের বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯২৬টি।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এই ভাইরাস প্রতিরোধে গত বছরের ৭ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রম শুরু করে সরকার। এক বছরে ১০ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.