Sylhet Today 24 PRINT

আরও ভয়ানক ভ্যারিয়েন্ট আসার শঙ্কায় ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

ওমিক্রনেই শেষ নয়, করোনাভাইরাসের চিন্তা উদ্রেককারী আরও ভ্যারিয়েন্ট (ভ্যারিয়েন্ট অব কনসার্ন) তৈরি হতে পারে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভিড বিশেষজ্ঞ মারিয়া ভন কেরকোভ।

তিনি বলেন, ‘আমরা আরও ভয়ানক ভ্যারিয়েন্টের মুখোমুখি পারি, সেই আশঙ্কা পুরোপুরি রয়েছে।’

‘ভাইরাসটির বিষয়ে অনেক কিছুই আমরা জানতে পেরেছি। কিন্তু পুরোটা এখনো জানা নেই’ যোগ করেন তিনি।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বে এখনো সংক্রমণ সুনামি অব্যাহত রয়েছে। সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও দৈনিক মৃতের সংখ্যা ১১ হাজারের বেশি রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ২০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১ হাজার ৭০৭ জন।

বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৪০ কোটি ৩৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ লাখ ৯৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। ক্যাপিটল হিলে মোমবাতি জ্বালিয়ে কোভিডে মৃতদের স্মরণ করেছে দেশটির আইনসভার সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.