Sylhet Today 24 PRINT

করোনা: শনাক্ত ৫ হাজার ২৬৮, মৃত্যু ২৭

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন আরও ২৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের; মারা যান ২৮ হাজার ৭৭১ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সরকারি হিসাবে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৩৫৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৬ লাখ ৫৫ হাজার ৯৮১ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৫১ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন রোগীরা আক্রান্তরা এই হিসাবে আসেনি।

মহামারীর মধ্যে সার্বিক শ‌নাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৯ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে তিন হাজার ৩৮৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৪ শতাংশের বেশি।

যে ৪১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন নারী। তাদের মধ্যে ১৪ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম বিভাগের পাঁচ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন দুইজন। তাদের ১৭ জনের বয়স ৬০ বছরের বেশি, সাতজনের বয়স ৫১ থেকে ৬০ বছর,একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর, একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১০ বছরের কম ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.