Sylhet Today 24 PRINT

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫৮ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৮ লাখের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৪০ কোটি ৮১ লাখ ছাড়িয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪০ কোটি ৮১ লাখ ৫৭ হাজার ৮২২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৮ লাখ ৬৪০ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ২ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ৯ লাখ ১৮ হাজার ১১০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ১৭৭ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৮৭ হাজার ২ জন এবং মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ৪০৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ৭৭১ এবং মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.