Sylhet Today 24 PRINT

ফাইজারের করোনার ওষুধ প্যাক্সলোভিড ‘শর্তসাপেক্ষে’ অনুমোদন দিয়েছে চীন

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

হালকা থেকে মাঝারি অসুস্থতা এবং গুরুতর অসুস্থতার উচ্চঝুঁকি রয়েছে এমন প্রাপ্তবয়স্কদের চিকিৎসার জন্য ফাইজারের করোনাভাইরাসের ওষুধ প্যাক্সলোভিড ‘শর্তসাপেক্ষে’ চীনে অনুমোদন দেওয়া হয়েছে।

দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ওষুধ ব্যবহারে আরও গবেষণা জন্য এটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া দরকার।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ওমিক্রনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হিসেবে প্যাক্সলোভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, দেশটি এখন পর্যন্ত কোনো বিদেশি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.