Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৩৩

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এইসময়ে নতুন ২৩৩ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ১১১ জন, এবং ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৯ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.