Sylhet Today 24 PRINT

এক বছরের পর করোনায় মৃত্যু দেখলো চীন

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ মার্চ, ২০২২

এক বছরের বেশি সময় পর কোভিড-১৯ রোগে মৃত্যুর তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমিক্রন ভ্যারিয়েন্টে 'বিপর্যস্ত' দেশটিতে গত কয়েকদিন ধরে কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই ভাইরাসটিতে মৃত্যুর এ তথ্য এল।

শনিবার (১৯ মার্চ) চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, করোনায় উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে দুই রোগীর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চীনে কোভিড-১৯ রোগে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৮ জনে।

২০২১ সালের জানুয়ারিতে সবশেষ করোনায় কোনো রোগীর মৃত্যু তথ্য জানায় ভাইরাসটির উৎসস্থল চীন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে আরও ২ হাজার ১৫৭ জনের দেহে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে, যার অধিকাংশই জিলিন প্রদেশের। প্রদেশটিতে এরইমধ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে, সীমান্ত পাড়ি দিতে হলে লোকজনকে প্রশাসনের অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে করোনায় শনিবার তার আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সংক্রমণ-মৃত্যু পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে প্রায় ৫ লাখ এবং মৃত্যু হ্রাস পেয়েছে ১২শর বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.