Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: মৃত্যুহীন আরেক দিন, শনাক্ত ৭

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০২২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা ১৩ দিন করোনায় মৃত্যুহীন দিন পার করল দেশ। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও সাতজন।

মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ হিসাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ২০ এপ্রিল এক দিনে দুজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে এক দিনে কোনো মৃত্যু না থাকায় এ সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে রয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তদের সবাই ঢাকা জেলায়। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩।

মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষায় সাতজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৪০ শতাংশ।

সরকারি হিসাবে, গত এক দিনে সুস্থ হয়েছেন আরও ২৭৮ জন। এ পর্যন্ত ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে উঠলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.