Sylhet Today 24 PRINT

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০২২

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে এ কথা জানান তিনি।

অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিনকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ১২ বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।

এ সময় অ্যাটর্নি জেনারেলসহ সব আইনজীবীর সহযোগিতা কামনা করেন তিনি। না হলে ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে বলে জানান প্রধান বিচারপতি।

দেশে দীর্ঘদিন করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে গত কয়েক দিনে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪০ জন।

এছাড়া এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার ১৭৩। সোমবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.