Sylhet Today 24 PRINT

করোনায় চলে গেলেন অধ্যাপক বিশ্বনাথ দে

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের মদন মোহন কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বনাথ দে (৮৩)।

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মো. মিজানুর রহমান।

তিনি জানান, নগরীর করেরপাড়ার বাসিন্দা বিশ্বনাথ দে’র মরদেহ স্বাস্থ্যবিধি অনুযায়ী সৎকার করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বিভাগে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ২ জন। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিলেটে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৪৫২ এবং করোনামুক্ত হয়েছেন ৬৫ হাজার ৬৯৫ জন।

আর এ পর্যন্ত বিভাগে করোনা কেড়ে নিয়েছে মোট ১ হাজার ২৪৪ জনের প্রাণ। এর মধ্যে সিলেট জেলায় ৯২৫, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন১২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.