Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুক্তরাজ্য ফেরত নারী করোনা আক্রান্ত ছিলেন না

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

মৌলভীবাজারের পৌর এলাকার যুক্তরাজ্য ফেরত মৃত নারী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দীর্ঘমেয়াদী ডায়াবেটিসসহ অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

জেলার সিভিল সার্জন তওহীদ আহমদ জানান, 'নাগরিকদের কাছ থেকে খবর পেয়েছিলাম যে ওই নারী সম্ভবত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা অনেক কাগজপত্র বের করলাম। ভিসা, চিকিৎসার কাগজপত্র ও ওষুধ দেখলাম। তার আত্মীয়–স্বজনসহ অন্যদের সঙ্গে কথা বললাম। সব তথ্য বিচার-বিশ্লেষণ করে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন, এমন কোনো কারণ পাইনি। তিনি দেশে এসেছেন আড়াই মাস আগে। কোয়ারেন্টিনের সময়ও শেষ হয়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে ওই নারী যুক্তরাজ্য থেকে স্বামীসহ দেশে আসেন। গত রোববার দুপুরে তিনি হঠাৎ করে অসুস্থ হন। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে বাসায় চলে আসেন। গত সোমবার তিনটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার একটি এলাকায় তার স্বামীর প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে প্রচলিত নিয়মে তার দাফন সম্পন্ন হয়েছে।

কিন্তু ওই নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, এরকম খবর পেয়ে গত সোমবার দুপুর দুটার দিকে ওই নারীর বাসায় সিভিল সার্জন, জনপ্রতিনিধিসহ পুলিশের সদস্যরা যান। এসময় এলাকার পাঁচটি বাসাকে কোয়ারেন্টিন ঘোষণা করে দেয়ালে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

কোয়ারেন্টিনের বিষয়ে সিভিল সার্জন বলেন, ওই নারীর আশপাশের বাসায় কয়েকজন প্রবাসী আছেন। তাদের করোনার লক্ষণ থাকুক বা না থাকুক, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ কারণে পাঁচটি বাসার লোকজন কোয়ারেন্টিনে থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.