Sylhet Today 24 PRINT

ইতালিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ মার্চ, ২০২০

ইতালিতে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯শরও বেশি মৃত্যু হয়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর যেকোন দেশে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটিই।

শুক্রবার (২৭ মার্চ) ইতালি জানায় ২৪ ঘণ্টায় সেদেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১৯ জনের।

এতে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। এদিন দেশটির লোম্বার্ডি অঞ্চলে মৃত্যু হয় প্রায় ৫০০ জনের।

শুক্রবার ইতালিতে আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৮৬ হাজার জন।

উল্লেখ্য, আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই। তবে মৃত্যুর সংখ্যায় ইতালি শীর্ষে রয়েছে। করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে ইউরোপের এ দেশটি।

এদিকে স্পেনেও প্রতিদিন মৃত্যুর সংখ্যা কয়েকশো হারে বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩৪ জনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.