Sylhet Today 24 PRINT

ক‌রোনাভাইরাস নিয়ে ইন্টারনেটে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ালে ব্যবস্থা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) নিয়ে ইন্টারনেটে ‘বিভ্রান্তিকর’ কিংবা ‘অসত্য তথ্য’ শেয়ার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। শনিবার এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, "করোনাভাইরাস মোকাবেলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনোভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানোনো হচ্ছে।”

করোনাভাইরাস সংক্রান্ত কিংবা যে কোনো বিষয়ে কোনো রকমের তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই করার অনুরোধ করেছে সরকার।

“সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম থেকে প্রাপ্ত বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,” বলা হয়েছে তথ্য বিবরণিতে।

মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে গুজব মোকাবেলায় ৯৯৯ নম্বর বা তথ্য অধিদপ্ত‌রের ৯৫১২২৬৪, ৯৫১৪৯৮৮ নম্ব‌রে ফোন ক‌রে এবং [email protected] ইমেইল ক‌রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.