Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে করোনায় প্রাণ গেলো সিলেটির

প্রবাস ডেস্ক |  ৩০ মার্চ, ২০২০

যুক্তরাজ্যের লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহেল আহমেদ (৫০) নামে এক প্রবাসী সিলেটির মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় রোববার (২৯ মার্চ) সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সোহেল আহমেদ বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে বলে নিশ্চিত করেছেন সোহেলের আত্মীয় ও মৌলভীবাজারের বাসিন্দা মো. আব্দুল হালিম।

আব্দুল হালিম জানান, প্রবাসী সোহেলের বাড়ি সিলেটে। বেশ কয়েকবছর ধরে লন্ডনে সপরিবারে বসবাস করছিলেন সোহেল। গত ৭ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রবিবার সকাল ৭ টার দিকে মারা যান তিনি।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোমবার (৩০ মার্চ) পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮০৪ জনে।

নভেল করোনাভাইরাসে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ লাখ ৩৫ হাজার ১৫ জন। এদের মধ্যে বর্তমানে ৫ লাখ ৩৬ হাজার ৬২৫ জন চিকিৎসাধীন এবং ২৬ হাজার ৭৮৯ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার ২৭৮ জনের মধ্যে ১ লাখ ৫৬ হাজার ১২২ জন (৮২ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.