Sylhet Today 24 PRINT

নতুন দুইজন রোগী শনাক্ত, সুস্থ হয়েছেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২০

দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত দুইজন রোগী শনাক্ত হয়েছেন। নতুন কোন মৃত্যু নেই, এছাড়া নতুন ৬ জন সুস্থ হয়েছেন।

নতুন আক্রান্ত একজনের বয়স ৫৭ বছর তিনি সৌদি আরব থেকে এসেছেন। অন্যজন ৫৫ বছর, তার বিদেশ ভ্রমণের ইতিহাস নাই।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ জন।

ফ্লোরা বলেন, এখন পর্যন্ত ১ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা নেওয়া হয়। এখন থেকে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত দুইজন সুস্থ আছেন। এখন পর্যন্ত মোট আইসোলেশনে আছেন ৭৫ জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টিনে আছেন ৩৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.