Sylhet Today 24 PRINT

মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুসংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪০০-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা দেশটিতে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, করোনাভাইরাসে নিহতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র চীনকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ হাজার ৪০০ জন এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র এখন ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যায় রয়েছে। দেশটিতে ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভাইরাসের বিস্তার রোধে চলাচলে আরও বিধিনিষেধ করা হচ্ছে।

এদিকে স্পেন, যুক্তরাজ্য এবং ফ্রান্সেও লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে ৮ লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৪০ হাজার মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.