Sylhet Today 24 PRINT

আমেরিকায় করোনায় ২৪ ঘণ্টায় ১৭ বাংলাদেশির মৃত্যু

শাহ আহমদ সাজ, যুক্তরাষ্ট্র থেকে |  ০২ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে চলেছে সুদীর্ঘ এক মৃত্যুমিছিল। মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধলক্ষ ছুঁতে চলেছে। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজারের বেশি। দেশের পর দেশ লকডাউন। বাড়ি থেকে বেরোনো বারণ, বারণ মানুষের সঙ্গে মানুষের সময়কাটানো।

আমেরিকায় মরণব্যাধি করোনাভাইরাস মুহূর্তে প্রাণ কেড়ে নিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। গত ২৪ ঘন্টায় ১৭ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে এই ঘাতক ভাইরাস।

ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন সাহারা বেগম, মোস্তাক আহমদ, জিল্লুর রহমান, মো. ওয়াজিল্লাহ, মালেকুজ্জামান মানিক, আব্দুল মালেক খান, আফজাল আহমদ, মোঃ মহসিন, রাশেদা আক্তার বিউটি, শিপন মিয়া, আউয়ুব খান, সৈয়দা খাতুন, বদরুল হক আতিক, মহিকুজ্জামান, আব্দুর রউফ, রফিক উদ্দিন, ফারুক আহমদের মা। এ নিয়ে আমেরিকায় ৫৩ জন বাংলাদেশির করোনায় মৃত্যু হয়েছে।

এদিকে নিউইয়র্কে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কোনো স্বজন বা পরিচিত মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত ও মৃত্যু সংখ্যা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারে অনেকেই অজানা আতঙ্কে ভুগছেন। অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরে ফিরছেন বা ঘরে কোনো চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন।

আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩০০ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৮৩ হাজার ৯০১ জন। এতে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.