Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে বৃহস্পতিবার আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে বুধবার এক দিনেই সর্বোচ্চ ১০ বাংলাদেশির মৃত্যু হয়।

মৃত্যুর সংখ্যা কমে আসার পাশাপাশি করোনা আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় আছেন। এরই মধ্যে বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাংবাদিক ফরিদ আলম। তার আগে ফিরেছেন চিকিৎসক আতাউল ওসমানী। আর মৃত্যুর সঙ্গে তিন সপ্তাহেরও বেশি সময় লড়াই করে সুস্থতার পথে রয়েছেন স্থানীয় টাইম টিভির কর্মকর্তা ইলিয়াস খসরু।

সেই সঙ্গে নিউ ইয়র্ক পুলিশের বেশ ক'জন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাও বাড়িতে কোয়ারেন্টিনে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। নিউইয়র্কে বিপুল সংখ্যক বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসকের পরামর্শে হোম কোরেন্টাইনে থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন।

এদিকে নিউ ইয়র্কে এ পর্যন্ত ৫৪ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন করোনায়। আর যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে বাংলাদেশি মারা গেছেন ৫৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.