Sylhet Today 24 PRINT

স্পেনে করোনাভাইরাসে ছাতকের এক প্রবাসীর মৃত্যু

সাহাদুল সুহেদ, স্পেন থেকে |  ০৬ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘন্টায় স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃত প্রবাসীর নাম আব্দুস শহীদ (৫৭)। সোমবার (৬এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টায় বার্সেলোনার মাতারো হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আব্দুস শহীদের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। বর্তমানে তার মরদেহ মাতারো হাসপাতালে সংরক্ষিত আছে। এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে ৩ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা রোগে ভোগছিলেন। গত ১৬ দিন যাবত হাসপাতাল মাতারোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীনও ছিলেন।  হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার (৬ এপ্রিল) ফোন দিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবারকে জানান।

মৃত আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে বার্সেলোনার সান্তাকলোমায় স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ বসবাস করতেন। তার মৃত্যুর সংবাদে বার্সেলোনার সান্তাকলোমায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সান্তা কলোমায় বাংলাদেশি প্রবীণ কমিউনিটি নেতা আবুল কালাম জানান, জরুরি অবস্থার কারণে বাংলাদেশে যেহেতু লাশ প্রেরণ সম্ভব নয়, তাই স্পেনেই মৃত আব্দুস শহীদের কবরের ব্যবস্থা করতে হবে। গায়েবানা জানাযা করার অনুমতি হয়তো পাওয়া যাবে। জরুরি অবস্থায় তার পরিবারের ২/৩জন সদস্য ছাড়া কেউই সেখানে যেতে পারবে না বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, অনেক প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে শোনাগেলেও সঠিক পরিসংখ্যান জানা যাচ্ছে না। তবে বাংলাদেশ দূতাবাসসূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২৫ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  গত ২৬ মার্চ হোসাইন মোহাম্মদ আবুল (৬৭), গতকাল ৫ এপ্রিল জাকির হক ওরফে আনোয়ার হোসেন (৬৭) ও সোমবার ৬ এপ্রিল আব্দুস শহীদ (৫৭) -এ তিনজন মৃত্যুবরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.