Sylhet Today 24 PRINT

দেশের কোন জেলায় কতজন করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ মোট ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশের ১৫টি জেলায় এখন পর্যন্ত করোনারোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, এখন পর্যন্ত ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে ১২১ জনের তথ্য আমার কাছে রয়েছে। এই ১২১ জন দেশের ১৫টি জেলার।

কোন জেলায় কতজন

ঢাকা মহানগর - ৬৪ জন
মহানগরে বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায়- ৪ জন
নারায়ণগঞ্জ- ২৩ জন
মাদারীপুর- ১১ জন
গাইবান্ধা- ৫ জন
চট্টগ্রাম- ২ জন
চুয়াডাঙ্গা- ১ জন
কুমিল্লা- ১ জন
কক্সবাজার- ১ জন
গাজীপুর- ১ জন
জামালপুর- ৩  জন
মৌলভীবাজার- ১ জন
নরসিংদী- ১ জন
রংপুর- ১ জন
শরিয়তপুর- ১ জন এবং
সিলেট- ১ জন


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.