Sylhet Today 24 PRINT

৭৬ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে প্রকোপ ছড়ানো করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬২ হাজার ১৬২ জন রোগী। এছাড়া করোনায় আক্রান্ত ২ লাখ ৯৩ হাজার ৭৩৩ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭ টা পর্যন্ত worldometers.info/coronavirus ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ ৬৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০ হাজার ৯৪৩ জন। এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ১৯ হাজার ৮১৪ জন। তবে ৮ হাজার ৯৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৬ হাজার ৫২৩ জন। সেখানে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে, ২২ হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছে এবং ৩ হাজার ৮৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫১০। এই প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে ১৩ হাজার ৭৯৮ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৪৩ হাজার ২০৮ জন।

জার্মানিতে এই ভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৮১০ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬ হাজার ৮১ জন।

ফ্রান্সে ৯৮ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৯১১ জন। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়েছে ১৭ হাজার ২৫০ জন।

এদিকে, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭৪০ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৩৩১ জন এবং সুস্থ হয়েছে ৭৭ হাজার ১৬৭ জন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে করোনা। দেশটিতে ৬০ হাজার ৫শ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেখানে ৩ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এবং সুস্থ হয়েছে ২৪ হাজার ২৩৬ জন।

অপরদিকে, যুক্তরাজ্যে ৫১ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ হাজার ৩৭৩ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দেশটিতে ১৩৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, বাংলাদেশে নতুন করে ৪১ জন আক্রান্ত হওয়ায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৪। এছাড়া নতুন করে আরও ৫ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৭। অপরদিকে এখন পর্যন্ত ৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.