Sylhet Today 24 PRINT

রাজধানীতে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

রাজধানীর একটি মসজিদের ইমামের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। ওই ইমাম মগবাজারে থাকতেন। ওই ইমাম যে মসজিদে ইমামতি করতেন সেখানকার মুয়াজ্জিনসহ খাদেমদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জহুরুল ইসলাম বুধবার (৮ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জহুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য ওই ইমামকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সংক্রমিত ব্যক্তির বাসা লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, একটি মসজিদের ইমামের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরীক্ষার ফল সরাসারি ল্যাব থেকে ব্যক্তির কাছে গিয়েছে। তাকে আমরা বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠাচ্ছি।

উল্লেখ্য, বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এই ভাইরাসে আক্রান্ত আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ২১৮ জন, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.