Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই অধ্যাপকের শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহবুবুল হক বলেন, আমাদের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার পরে ফল পাঠানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। সেখান থেকেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক জানান, ওই অধ্যাপক একটি বিভাগের দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি প্রতিদিনই হাসপাতালে আসতেন। আজও তিনি তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। এ অবস্থায় তার সংস্পর্শে যারা এসেছিলেন বলে তথ্য পাওয়া গেছে, তাদের সবাইকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.