Sylhet Today 24 PRINT

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৯৪ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২০

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত এই সংখ্যা ৯৩ হাজার ৬৭৩ জন। করোনা নিয়ে সর্বশেষ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত তথ্যে এমনটা জানা যায়।

তাদের তথ্য মতে, এ সময় পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৫ লাখের ৭৭ হাজার ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৩০ জন মানুষ।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইতালি। দেশটিতে ১৮ হাজার ২৭৯ জন করোনাভাইরাসে প্রাণ হারায়। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ১১৪ জন।

ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৫৫ হাজার ৪৫৪। এর পরে আছে স্পেন ১ লাখ ৫২ হাজার ৪৮৪।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.