Sylhet Today 24 PRINT

ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২০

মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন। মৃতের সংখ্যা ১২ হাজার ২১০ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ২০৬ জন।

বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত করোনা নিয়ে সর্বশেষ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত তথ্যে এমনটা জানা যায়।

এদিকে ফ্রান্সের বৃদ্ধাশ্রমগুলোতে সংকট গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক জেরোম সালমোঁ। সরকার দু’ দফায় লকডাউন বাড়ালেও ফরাসিরা তাতে গুরুত্ব কম দেয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

আর এতে আতঙ্কগ্রস্ত রয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ ফ্রান্সে বসবাসরত সকলেই।

পূর্বের ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য এবং অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে লকডাউন আরও ১৫ দিন বাড়তে পারে।

স্বাস্থ্য বিভাগের সূত্র মতে ফ্রান্সে এ পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ২৫৪ জনকে করোনা টেস্ট করা হয়েছে।

গত বছরের নভেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ পুরো বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজারের বেশি। যদিও প্রায় সাড়ে ৩ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.