Sylhet Today 24 PRINT

সৌদিতে করোনায় ১০ বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘন্টায় আরও ৩৮২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৫ জনের মৃত্যুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৫২ জন। মৃতদের তালিকায় ১০ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট শনিবার এসব হালনাগাদ তথ্য জানানো হয়েছে। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪ হাজার ৩৩ জন। আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩৫জন নিয়ে মোট ৭২০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৫ মার্চ থেকে শপিংমল, সরকারি-আধা সরকারি ও বেসরকারি অফিস-আাদালত বন্ধ রয়েছে। সৌদি আরবের বেশিরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকায় দেশজুড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

এছাড়া দেশটিতে অবস্থানরত হাজার প্রবাসী বেকার জীবন নিয়ে শঙ্কা ও হতাশায় দিনাতিপাত করছেন। দেশটির জনগণের পাশাপাশি বাসায় বসে অবরুদ্ধ দিন কাটাচ্ছেন প্রায় ২০ লাখ প্রবাসী বাংলাদেশি।

সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম। কনস্যুলেট সূত্রে পাওয়া তাদের পূর্ণাঙ্গ নিচে দেওয়া হলো-

সৌদিতে করোনায় মৃত বাংলাদেশিদের নাম-পরিচয়:

১. কোরবান, পিতা: রেজাউল করিম, মাতা: হালিমা, গ্রাম: সদরপুর পুরান বাড়ি, পোস্ট: নগরকোন্ডা, উপজেলা সাভার, জেলা ঢাকা।

২. মোহাম্মদ আফাক হোসেন মোল্লা, পিতা: মোঃ আমজাদ হোসেন, মাতা: আনোয়ারা খাতুন, গ্রাম: মাসুম দিশা, পোস্ট: রতন গাও, উপজেলা/জেলা: নড়াইল।

৩. মোহাম্মদ হাসান, পিতা: লিয়াকত আলী, মাতা: শামসুন্নাহার, গ্রাম: চোখ ফেরানো, পোস্ট অফিস: বড় হাতিয়া, উপজেলা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।

৪. মোহাম্মদ জসিম উদ্দিন, পিতা: মুজাফফর আহমেদ, মাতা: দিলোয়ারা বেগম, গ্রাম: আজিমপুর, পোস্ট অফিস: চাঁদাহা, উপজেলা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।

৫. মান্নান মিয়া, পিতা: আজিজুল হক, মাতা: ফুলজান, গ্রাম: মাধবপুর, পোস্ট অফিস উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।

৬. মোঃ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পালিগ্রাম, পোস্ট অফিস: ইজ্জত নগর, উপজেলা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম।

৭. খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মাতা: রহিমা বেগম, গ্রাম: বড়গ্রাম, পোস্ট অফিস: সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।

৮. নাসির উদ্দিন, পিতা : মোকতার আহমেদ, গ্রাম : অউশিয়া, পোস্ট অফিস :দেউদিঘী, থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।

৯. মোহাম্মদ হোসাইন, পিতা : সৈয়দ আহাম্মেদ, থানা : ভোলা সদর, জেলা ভোলা ।

১০. আব্দুল মোতালেব, পিতা : আব্দুল জলিল, পাবনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.