Sylhet Today 24 PRINT

লাইফ সাপোর্টে সিলেটের করোনা আক্রান্ত সেই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক |  ১৩ এপ্রিল, ২০২০

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেটের সেই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেটের করোনা আক্রান্ত ওই চিকিৎসক ঢাকায় লাইফ সাপোর্টে আছেন। রোববার পর্যন্ত তার অবস্থা ভাল ছিল। কিন্তু আজ সকাল থেকে তার অবস্থা খারাপ হয়। এজন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার সাথে তার স্ত্রী আছেন।

প্রসঙ্গত, ৫ এপ্রিল রোববার সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে সনাক্ত করা হয়। ৭ এপ্রিল মঙ্গলবার রাতে অ্যাম্বুলেন্স করে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নেওয়া হয়। পরে তার পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান।

উল্লেখ্য, গত রবিবার (৫ এপ্রিল) আইইডিসিআর থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স করে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নেওয়া হয়। পরের দিন ৮ এপ্রিল রাতে তাকে তার পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.