Sylhet Today 24 PRINT

বরিশালে সন্দেহভাজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২০

বরিশালে কয়েকদিন আগে সন্দেহজনকভাবে মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে স্থাপিত করোনা টেস্টিং ল্যাবে মঙ্গলবার(১৪ এপ্রিল) রাতে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পজিটিভ এসেছে।

মুলাদি উপজেলা মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির নাম রতন সরদার (৫৫)। তার বাড়ি মুলাদি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দড়িরচর গ্রামে।

জানা যায়, পূর্ব থেকে তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। তিনি শ্রমিকের কাজ করতেন। গত ১২ এপ্রিল অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৪ এপ্রিল রাতে ফল পজিটিভ এসেছে।

মুলাদি উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান, রতন সরদারের করোনা নিশ্চিত হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় করোনা রোগী রয়েছেন ৯ জন। একজনের পূর্বেই মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

বরিশালের বাবুগঞ্জে তিন জন এবং আগৈলঝাড়া, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন শের-ই বাংলা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে রয়েছেন। বাকিরা রয়েছেন অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.