Sylhet Today 24 PRINT

দেশের ৪৪ জেলা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের ৪৪ জেলায় ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত সারা বাংলাদেশের করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫৭২ জন। এই ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬০ জন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাসবচেয়ে বেশি ঢাকায়। শুধু ঢাকা শহরেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৮ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। কোভিড-১৯-এর হটস্পট ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। দেরিতে সংক্রমণ পাওয়া গেলেও এখন গাজীপুরে আক্রান্তের সংখ্যা এখন তৃতীয় সর্বোচ্চ ৯৮ জন। আর শুরুর দিকেই করোনাভাইরাস হানা দেওয়া মাদারীপুরে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

এছাড়াও ঢাকা বিভাগের নরসিংদীতে ৬৪ জন, মুন্সীগঞ্জে ২১ জন, কিশোরগঞ্জে ৩৩ জন, গোপালগঞ্জে ১৭ জন, টাঙ্গাইলে ৯ জন, মানিকগঞ্জে পাঁচ জন, রাজবাড়ীতে সাত জন, শরীয়তপুরে ছয় জন ও ফরিদপুরে দুই জন কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে।

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় ১২ জন, ময়মনসিংহ জেলায় ৯ জন, নেত্রকোনায় ছয় জন ও  শেরপুরে পাঁচ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৩৬ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় আট জন, চাঁদপুরে সাত জন, নোয়াখালী জেলায় দুই জন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে একজনের মধ্যে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে মৌলভীবাজারে দুইজন ও হবিগঞ্জে একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া সুনামগঞ্জে একজন ও সিলেটে তিন জন এই ভাইরাসে আক্রান্ত আক্রান্ত হয়েছেন।

এদিকে রংপুর বিভাগের গাইবান্ধায় ১২ জন, দিনাজপুর জেলায় আট জন, নীলফামারীতে ছয় জন, ঠাকুরগাঁওয়ে তিন জন, রংপুর জেলায় তিন জন, লালমনিরহাটে দুই জন ও কুড়ি গ্রামে দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১২ জন,  বরগুনা জেলায় চার জন, পিরোজপুর জেলায় চার জন, ঝালকাঠি জেলায় তিন জন, পটুয়াখালী জেলায় দুই জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

খুলনা বিভাগের খুলনা জেলায় একজন, নড়াইল জেলায় একজন ও চুয়াডাঙ্গায় একজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত তিন জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.