Sylhet Today 24 PRINT

বাঘের পর এবার করোনা আক্রান্ত বিড়াল

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই প্রথম পোষা প্রাণি দু’টো বিড়ালের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেশটির কৃষি দপ্তর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এক যৌথ বিবৃতিতে বুধবার এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, উভয় বিড়ালই সামান্য অসুস্থ হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবে।

কর্মকর্তারা বলেছেন, একটি বিড়ালের মালিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর বিড়ালটির শরীরেও করোনার উপসর্গ দেখা দেয়।

অন্যবিড়ালটি যে বাড়িতে থাকে সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এমনকি বাড়িতে থাকা অন্য বিড়ালটিও করোনায় আক্রান্ত নয়।

বিজ্ঞাপন

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বিড়ালদের ঘরের ভেতরেই রাখার পরামর্শ দিয়েছে।

এছাড়া কোভিড-১৯ থাকতে পারে এমন কেউ যাতে তাদের পোষা প্রাণিদের সংস্পর্শে না আসে সে বিষয়েও কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে।

এ মাসের প্রথমদিকে নিউ ইয়র্কের ব্রনক্স জুতে একটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। একজন কেয়ারটেকারের মাধ্যমে বাঘটি আক্রান্ত হয়েছিল বলে বলা হয়েছে। এছাড়া মার্চের শেষ দিকে বেলজিয়ামে পোষা বিড়ালের করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। হংকংয়ে দুটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কোভিড-১৯ এ ১৫ হাজারেরও বেশি লোক মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.