Sylhet Today 24 PRINT

মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়াল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ২৭ লাখেরও অধিক ব্যক্তি। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাড়ে সাত লাখের মত মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত পুরো বিশ্বে কোভিড-১৯ এ মারা গেছেন এক লাখ ৯০ হাজার ৮৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৮ হাজার ৮৮৫ জনে। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৮ হাজার ৪৮৬ ব্যক্তি।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। মৃত ও আক্রান্তের তালিকায় আগ থেকেই শীর্ষে অবস্থান করছে দেশটিতে। সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৫৪ জনে। আক্রান্ত প্রায় ৮ লাখ ৭০ হাজার।

মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৫ হাজার ৫৪৯ জন। প্রায় ১ লাখ ৯০ হাজার আক্রান্ত নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।

এরপর স্পেনের মারা গেছেন ২২ হাজার ১৫৭ জন। দুই লাখ ১৩ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি।

বিজ্ঞাপন

মৃতের তালিকায় চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ২১ হাজার ৮৫৬ জন। এরপরে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা আঠারো হাজার ৭৩৮ জন।

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৭২১ জন।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জন এবং মৃতের সংখ্যা ১২৭ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.