Sylhet Today 24 PRINT

সূর্যের আলোয় দ্রুত মরে করোনাভাইরাস: মার্কিন গবেষণা

নিউজ ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২০

ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাস প্রতিদিন কেড়ে নিচ্ছে অগণন মানুষের প্রাণ, আক্রান্ত হচ্ছেন একের পর এক। এর মধ্যে মার্কিন একদল বিজ্ঞানী আশার আলো দেখিয়েছেন। তাদের দাবি, নতুন গবেষণায় দেখা গেছে, সূর্যের আলো ও আর্দ্রতায় দ্রুত মরে যায় করোনাভাইরাস।

নতুন গবেষণার বিষয়টি গত বৃহস্পতিবার মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। খবর এএফপির।

বিজ্ঞাপন

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্রায়ান হোয়াইট হাউসে গণমাধ্যমকর্মীদের সামনে গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, সরকারের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, অতিবেগুনি রশ্মি প্যাথোজেনের ওপর প্রভাব ফেলে। তাই আশা করা যায়, গ্রীষ্মকালে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে।

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, সূর্যের আলো করোনাভাইরাসের ওপর পড়লে তা দ্রুত মরে যায়। কোনো বস্তুর ওপর কিংবা বাতাসে ভাসলেও সূর্যের আলোর সংস্পর্শে এলে করোনাভাইরাস মরে যায়। আর্দ্রতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই গবেষণার ফল সতর্কতার সঙ্গে নিতে হবে। কারণ, এখনো এই গবেষণার পর্যালোচনা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.