Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে একদিনে এত মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসে  যুক্তরাজ্যে হঠাৎ করেই একদিনে সর্বাধিক মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থার ওয়েবসাইটে। বুধবার (২৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যে একদিনেই নথিভুক্ত হওয়া মারা যাওয়া লোকের সংখ্যা দেখায় ৪ হাজার ৪১৯ জন। একই দিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৬ জন।

এটা একদিনে মৃত্যুর সংখ্যা হিসেবে সর্বাধিক। তবে এই ৪৪১৯ একদিনে মারা যাননি। এইসংখ্যা হাসপাতালের বাইরে বাসাবাড়ি, কেয়ার হোমসসহ অন্যান্য জায়গায় মারা যাওয়া লোকের সমষ্টিও যা গত ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সরকারি হিসাবের বাইরে ছিল।

বুধবার ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ৭৬৫ জন।

বিজ্ঞাপন

এরআগে মঙ্গলবার দেশটিতে মারা যান ৫৮৬ জন। সোমবার মারা যান ৩৬০ জন।

দেশটিতে ১০ এপ্রিল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৯৮০ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ২২১ জন, এবং সর্বমোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর এখন পর্যন্ত সারাবিশ্বে ৩১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখ ২৫ হাজার ৮৫৭ জন এবং সুস্থ হয়ে ওঠেছেন ৯ লাখ ৮৬ হাজার ৭২৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.