Sylhet Today 24 PRINT

করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। তারা দুজনই ডিএমপিতে কর্মরত ছিলেন। এদের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক। তিনি মিরপুর পিওএম’তে কর্মরত ছিলেন। আরেকজন ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২ টায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আব্দুল খালেক (৩৬) ডিএমপির মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিওএম) সহকারী এএসআই হিসেবে কর্মরত ছিলেন এবং মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি আজিম উদ্দিন মৃধার ছেলে। তার স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, করোনা আক্রান্ত আব্দুল খালেক বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাতে ঢাকা আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খালেকের পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১ টায় জানাজা শেষে বেতাগীর উদ্দেশে তার মৃতদেহ নিয়ে রওনা দেবে এবং নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

অন্যদিকে ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদের বিষয়ে এখনও বিস্তারিত জানাতে পারেনি ডিএমপি।

এর আগে গতকাল জসিম উদ্দিন নামে ডিএমপির আরেক কনস্টেবলের মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লায়। জানাজা শেষে গতকালই তাকে কুমিল্লায় দাফন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.