Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে ৪ শতাংশের অধিক অভিবাসী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২০

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৮ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন।

দেশটিতে অন্তত ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন। ইতোমধ্যেই তাদের প্রায় ৪ দশমিক ১ শতাংশ, অর্থাৎ ১৩ হাজার ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র ছয়জন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

এর আগে, বুধবার ৬৯০ জন নতুন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদের মধ্যেও অন্তত ৬৬০ জন ছিলেন ডরমিটরির অধিবাসী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে সিঙ্গাপুরে সম্প্রদায়ভিত্তিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে গড়ে প্রতিদিন ১৭ জনে। দুই সপ্তাহ আগেও সেখানে দিনে অন্তত ২৫ জন এ ধরনের রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ১৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১৪ জন। এছাড়া আরও চারজন করোনা পজিটিভ ব্যক্তি অন্য কারণে প্রাণ হারিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.