Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে চিকিৎসকসহ ২ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০২০

সিলেটে নতুন করে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়।

তারা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, বুধবার ওসমানীতে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এদের মধ্যে হবিগঞ্জের এই দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৫৪ জন।

বিজ্ঞাপন

এদিকে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন নতুন শনাক্ত হওয়া দুইজনের একজন চিকিৎসক ও অপরজন এনজিওর স্বাস্থ্যকর্মী।

এনিয়ে, সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। এদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৭ জন, হবিগঞ্জ ৫৪ জন ও মৌলভীবাজার ১১ জন।

এদিকে সিলেট বিভাগে মোট মৃত রোগীর সংখ্যা ৩ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১ জন, হবিগঞ্জ ১ জন ও মৌলভীবাজার১ জন। এছাড়া এ রোগ থেকে সুনামগঞ্জের বাসিন্দা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.