Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১১ জনসহ মোট ২১৭ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ মে, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ১১ জন বাংলাদেশি। এর মধ্যে তিনজনেরই আদিবাড়ি বাংলাদেশের সন্দ্বীপে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে গত ৪১ দিনে করোনায় সংক্রমিত হয়ে ২১৭ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনেরই বয়স ৫৬-৭০’র মধ্যে। বাকিদের বয়স ৮০ বছরের বেশি।

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশিদের মৃত্যুর হার কমেছিল। কিন্তু গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ করেই তা বেড়ে যায়। জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে ১১ জন বাংলাদেশি।

২৪ ঘন্টায় মারা যাওয়া বাংলাদেশিরা হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১), মোহাম্মদ জায়েদ (৮২) ও আমিরুন নেসা খাতুন (৮৮)। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা হয়েছে ১০ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় ৫৯ হাজার ২৬৬ জন। এদের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ মানুষ। মারা গেছেন আরও ১৭ হাজার ৫০০ জন।

এদিকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৩৩৫ জন মারা গিয়েছেন। যার মধ্যে ৩০৬ জন হাসপাতালে এবং ২৯জন নার্সিং হোমে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.