Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে আরও ৮ জন করোনা আক্রান্ত, সকলেই স্বাস্থ্যকর্মী

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ মে, ২০২০

মৌলভীবাজারে নতুন করে ৮ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা সরকারি হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৫ মে) রাতে জেলার সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ কল্লোল এর সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৮ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন



এদিকে হাসপাতালের একাধিক সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্ত এ আটজনের মধ্যে তিনজন চিকিৎসক, দুইজন সেবিকা (নার্স) ও স্বাস্থ্যসেবার জড়িত এমন তিনজন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

এরা আগে মঙ্গলবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয় জানিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এরমধ্যে ১২টি পজিটিভ আসে। এই ১২ জন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার। তবে  শনাক্ত হওয়াদের বেশিরভাগই মৌলভীবাজারের।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়ালো। যাদের মধ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.