Sylhet Today 24 PRINT

সুস্থ হলেন সিলেটের ৫ করোনা রোগী, হাসপাতাল থেকে ছাড়া পাবেন আজ

দেবকল্যান ধর বাপন |  ০৬ মে, ২০২০

দেশে যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। সিলেটেও বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। এ অবস্থায় কিছুটা আশার কথা শোনালেন সিলেটের স্বাস্থ্য কর্মকর্তারা। সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫ রোগী সুস্থ হয়ে ওঠেছেন। বুধবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৪২ রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ১৯ জন এবং বাকী ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এমন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে চিকিৎসাধীন সকলেই ভালো আছেন।

বিজ্ঞাপন



এদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র সিলেটেটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে আজ বুধবার দুপুরে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এমন পাঁচজন রোগীকে ছাড়পত্র দেয়া হবে। তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন।’

এ চিকিৎসক আরও বলেন, ‘আমরা যে পাঁচজন রোগীকে ছাড়পত্র দিচ্ছি তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাদের বেশির ভাগই সিলেট জেলার। আপনারা জানেন যে পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি’ বলেও যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘যাদের ডিসচার্জ করে দেয়া হবে এদের করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে তাদের কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থই ছিলেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল প্রটোকল আছে, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব।’

এদিকে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫৭ জন। যাদের মধ্যে চিকিৎসক, নার্স থেকে শুরু করে প্রশাসনের অনেক কর্মকর্তাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসকও রয়েছেন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এছাড়া বিভাগের অন্য তিন জেলা সিলেট ৩৯ জন, সুনামগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সিলেট বিভাগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। যার মধ্যে ১১ জন চিকিৎসক, সেবিকা (নার্স) ১১ জন ও হাসপাতালের স্টাফ রয়েছেন ২২ জন। এখন পর্যন্ত পুরো বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জের এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.