Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত ১,৪২৯ পুলিশ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২০

নভেল করোনাভাইরাসে শুক্রবার (৮ মে) পর্যন্ত অন্তত ১,৪২৯ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশ সদরদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, মোট আক্রান্তের মধ্যে ৭০৮ জন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।

এছাড়াও, সারাদেশে পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৮১৪ জন কোয়ারেন্টিনে আছেন এবং আইসোলেশনে আছেন ৪৭২ জন।

সূত্র মতে, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছেন ছয় জন।

এদিকে, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্যে রাজধানীর ইমপালস হাসপাতাল প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসার জন্য ২৫০ শয্যার এই হাসপাতালটি এখন থেকে ব্যবহার করা হবে।

এ বিষয়ে গত ৫ মে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.