Sylhet Today 24 PRINT

আক্রান্ত ৪০ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মে, ২০২০

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত মানুষের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

বিজ্ঞাপন

এদিকে আক্রান্তের সংখ্যায় একক রাষ্ট্র হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ১৫৪ জন। এছাড়াও ইউরোপের দেশগুলোর মধ্য স্পেন, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি আক্রান্তের তালিকায় সামনের দিকে রয়েছে।

অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেড় লাখে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা তুরস্ক ও ইরানে এক লাখ ছাড়িয়েছে।

এছাড়াও করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮৮৭ জনে।

প্রসঙ্গত, বিশ্বের ২১২ দেশ ও অঞ্চল এবং তিনটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৩ লাখ তিন হাজার ৭৭১ জনের মধ্যে মৃদু সংক্রমণ দেখা দিয়েছে এবং ৪৮ হাজার ৬৯৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.