Sylhet Today 24 PRINT

এবার এক ইউএনওসহ হবিগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১১ মে, ২০২০

হবিগঞ্জে এবার এক উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। ওই ইউএনও ছাড়াও সোমবার জেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা।

এরআগে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের আরও ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে এখানকার কিছু নমুনা পাঠানো হয়েছিলো। এরমধ্যে কয়েকটির রিপোর্ট আজকে (সোমবার) এসেছে। এতে ৬টি পজেটিভ রিপোর্ট এসেছে।

বিজ্ঞাপন



তিনি জানান নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বাহুবল উপজেলার ১ জন ও বানিয়াচং উপজেলার ২ জন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।

এনিয়ে এখন পর্যন্ত হবিগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা একশ' ছাড়ালো। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১০১। যার মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন আর ১ জন মারা গেছেন।

আর পুরো বিভাগে শনাক্ত হয়েছেন ২৮৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.