Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১২ মে, ২০২০

বেড়েই চলছে হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার এ জেলায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৪ জনে। সিলেট বিভাগের মধ্যে এখন পর্যন্ত হবিগঞ্জেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জাানান, ঢাকায় পাঠানো নমুনা থেকে কয়েকটির রিপোর্ট মঙ্গলবার এসেছে। এরমধ্যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন



তিনি জানান, ঢাকায় শনাক্ত হওয়াদের মধ্যে ১০জন পুরুষ, ও ২ জন নারী। এরমধ্যে সদর উপজেলার ২ জন, লাখাইয়ের ১ জন, নবীগঞ্জের ৫ জন, আজমিরীগঞ্জের ২ জন ও চুনারুঘাটের ২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী ও একজন সরকারি স্টাফ রয়েছেন।

আর সিলেটের ল্যাবে শনাক্ত হওয়া ৩ জনই আজমিরিগঞ্জ উপজেলার এবং ৩ জনই নারী।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ জন এবং মারা গেছেন ১জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.