Sylhet Today 24 PRINT

বেড়েই চলেছে ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২০

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরও তিনকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে।

বুধবার (১৩ মে) ফায়ার সার্ভিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের একজনকে হোম কোয়ারেন্টিনে এবং ১৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নিয়ে এদের কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের, ১ জন অধিদপ্তরের অধিশাখার, ৪ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং ১ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস আক্রান্তরা সবাই ভালো আছেন। এদের একজন সুস্থ হওয়ার পথে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.