Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত ১০৮ সাংবাদিক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা বেড়েই চলেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পর্যন্ত ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন একজন।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ২৫ জন।

বিজ্ঞাপন

৪৯টি গণমাধ্যমের মধ্যে ২২টি পত্রিকা, ২০টি টেলিভিশন, চারটি নিউজ পোর্টাল, দুইটি রেডিও ও একটি বার্তা সংস্থা রয়েছে।

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনায় মারা গেছেন।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন-দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.